ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সংরক্ষিত মহিলা আসনের ভোট ৪ মার্চ  

প্রকাশিত : ২০:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে।     

আজ রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, আগামী ৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

ইসি সচিব জানান, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি ১ ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র ৩ টি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে।
তিনি বলেন, ‘বিএনপি শপথ নেয়ার পর তারা প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।

আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী, সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা মোট ৫০টি। তাদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। এ ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিন হয়ে থাকে।

এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি